পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিশ্ববরেণ্য চিকিৎসা বিজ্ঞানী, হামদর্দ-এর ওয়াকিফ মোতাওয়াল্লী শহীদ হাকীম মোহাম্মদ সাঈদ-এর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার গজারিয়াস্থ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীসহ হামদর্দ প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং হামদর্দের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় আট হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমান। আহŸায়ক ছিলেন হামদর্দের মোতাওয়াল্লী ও সিনিয়র পরিচালক ড. হাকীম রফিকুল ইসলাম, যুগ্ম আহŸায়ক ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন- হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য লে. জে. আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অব.)।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব, মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব:), পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব:), পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতাওয়াল্লী ও পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন জামাল উদ্দিন রাসেল, মোতাওয়াল্লী ও পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় সাইফ উদ্দিন মুরাদ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রেজারার রফিকুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ লুৎফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমান তার স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, শহীদ হাকীম মোহাম্মদ সাঈদ ছিলেন হারবাল চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র। তার প্রচেষ্টার কারণেই এ চিকিৎসা পদ্ধতিটি বিশ্বব্যাপী সমাদৃত এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিশেষে শহীদ হাকীম মোহাম্মদ সাঈদ-এর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।