নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বছরের শুরুর সেই হতাশা কাটিয়ে জয়ের ধারাতেই আছে বার্সেলোনা। পরশু রাতে ‘এমএসএন’ ত্রয়ীর গোলে এইবারকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপরও স্বস্তিতে নেই লুইস এনরিকের দল। আগের ম্যাচেই হারিয়েছেন মাঝমাঠের প্রাণভোমরা আন্দ্রেস ইনিয়েস্তাকে। এবার কাতালান কোচের কপালে ভাজ বাড়িয়ে গোড়ালির চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন সর্জিও বুসকেট।
আগামী বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে কোপা দেল রের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও প্রথম লেগে ১-০ গোলে জেতাই এগিয়ে থেকেই মাঠে নামবে কাতালানরা। তারপরও মাঝমাটের দুই কান্ডারিকে ছাড়া খেলতে নামা এনরিকের জন্য কঠিন পরীক্ষাই। ওদিকে জেরার্ড পিকে তো আগে থেকেই মাঠের বাইরে।
বুসকেটের অনুপস্থিতিতে ম্যাচের পরিকল্পনা পাল্টাতে হয় এনরিকেকে। আর্দা তুরান ও ইভান রাকিটিচকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলান তিনি। আর মেসিকে নিয়ে আসেন মিডফিল্ডে। ম্যাচ জুড়ে বার্সার হৃদপিন্ড হয়ে মাঝমাঠে আলো ছড়ান আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে যে গোলটা করলেন ওই গোলই যেন হয়ে থাকল পুরো ম্যাচের প্রতীক হয়ে। নিজেদের অর্ধে বল পেয়ে মাঝমাঠ ধরে কিছুদুর এগিয়ে ডানপ্রান্তে লুইস সুয়ারেজকে বল বাড়িয়েই ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন মেসি। উরুগুয়ান তারকার ভাসিয়ে দেওয়া ক্রস গোলরক্ষকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বিশ্বস্থ টোকায় জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুন করেন ৫ বারের বিশ্বসেরা। লিগে এটি তার ১৫ ও মৌসুমের ২৮তম গোল।
এর আগে বুসকেটের বদলি হয়ে দশম মিনিটে মাঠে নামা ড্যানিস সুয়ারেজের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল কাতালানরা। বার্সার সিনিয়র দলে এটি তার প্রথম গোল। গোলটিও ছিল দৃষ্টিনন্দন। ডি বক্সের সামনে থেকে মেসির জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ২০ গজ দুর থেকে সেই ফিরতি বল আচমকা শটে জালে পাঠিয়ে দেন ২৩ বছর বয়সী পর্তুজিত মিডফিল্ডার।
ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনির কাছ থেকে একক প্রচেষ্টায় করা ‘নাম্বার নাইন’ সুয়ারেজের গোলটিও ছিল চমৎকার। মেসির সাথে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলতাদা (১৫টি) তিনিও। যোগ করা সময়ে স্কোর বোর্ডে নাম লেখান ‘এমএসএন’এর আরেক তারকা নেইমার। ডান প্রান্ত থেকে অ্যালেক্স ভিদালের ক্রস নেইমারের আগেই টোকা দিয়ে জালে পাঠাতে পারতেন মেসি। কিন্তু সুযোগটা আরো ফাঁকায় দাঁড়ানো বন্ধুর হাতেই সপে দেন ফুটবল জাদুকর। এই গোল দিয়ে স্বদেশী সাবেক বার্সা তারকা রোনালদিনহোকে স্পর্শ করেন নেইমার। কাতালান ঐতিয্যবাহী জার্সিতে ২০৭ ম্যাচে ৯৪ গোল করেন ‘রোনি’, নেইমার এই মাইলফলক স্পর্শ করলেন মাত্র ১৬৪ ম্যাচে।
পুরো মৌসুমে ঘরের মাঠে লিগে মাত্র দুইবার হারা এইবারের মাঠে এমন জয়ে স্বস্তিতে এনরিকে, ‘এইবারের হুমকি সম্পর্কে আমরা অবগত ছিলাম। ম্যাচের শুরুতে তারা গোলর খুব কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু রক্ষনে আমরা ছিলাম দারুণ।’ কিন্তু বুসকেটের চোট যে তাকে ভাবাচ্ছে তা তার পরের কথাতেই স্পষ্ট, ‘খারাপ খবর হলো বুসকেটের ইনজুরি, যদিও এটা গুরুতর বলে মনে হচ্ছে না। আগামীকাল (আজ) পরীক্ষা-নিরীক্ষার পর যানা যাবে।’
লা লিগায় এটি বার্সার ১৯তম ম্যাচ। লিগের প্রথমার্ধ শেষে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে তিনে লুইস এনরিকের দল। তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে দুইয়ে সেভিয়া। এমন সময়ে এখনো সবকিছু অনুকূলে আছে বলই মানছেন এনরিকে, ‘মৌসুমের প্রথম রাউন্ড শেষে আমরা ধনাত্বক অবস্থানেই আছি। সব ধরনের শিরোপা লড়াইয়ে ভালো অবস্থানে আছি আমরা।’
অ্যাথলেটিক বিলবাও ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার দিনের আরেক হাইভেল্টেজ ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।