পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও খোন্দকার ফজলে রশীদ এবং নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. আব্দুল বাতেন, আগারগাস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবন-এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশনস শাহনেওয়াজ চৌধুরী, হেড অব আইটি মো. মাসুকুর রহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান, মো. সালেহউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে প্রিমিয়ার ব্যাংক সব গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পারবে। ফলে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংকিং সার্ভিসে স্বচ্ছতা ও জবাবদিহি আরো নিশ্চিত হবে, পরিচয় জালিয়াতি রোধ করা সম্ভব হবে এবং “গ্রাহক পরিচিতি ফর্ম” আরো কার্যকর হবে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।