Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে গ্রামীণ ব্যাংকে অস্ত্রধারী ৫ যুবকের প্রবেশ মোটরসাইকেল ও টাকা লুটের অভিযোগ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় অস্ত্রধারীরা প্রবেশ করে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ সবাইকে জিম্মি করে দু’টি মোটরসাইকেল ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দিনের বেলায় ব্যাংকে অস্ত্রধারীদের প্রবেশে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাকিল আহমেদ জানান, আনুমানিক ১৮ থেকে ২০ বছরের পাঁচ যুবক হাঁটতে হাঁটতে ব্যাংকের ভেতরে প্রবেশ করে প্রথমে আমাদের সাথে কথা বলতে চায়। পরে পিস্তল উঁচিয়ে আমাদের সবাই জিম্মি করে। এ সময় সেকেন্ড অফিসার শাহেদ আলমসহ আট কর্মকর্তা-কর্মচারী অফিসে অবস্থান করছিলেন। আর দু’জন গ্রাহক ছিলেন। এ সময় সবাইকে জিম্মি করে অস্ত্রধারীরা। তারা টাকা লুট করতে চাইলেও আমাদের ব্যাংকের ভোল্টে কোনো টাকা ছিল না। গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত টাকা আগেই ব্যাংকে রেখে আসা হয়। তবে, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত প্রায় ২৫ হাজার টাকা লুটসহ দু’জন মাঠকর্মীর কাছ থেকে চাবি ছিনিয়ে দু’টি মোটরসাইকেল (হিরো হোন্ডা ও বাজাজ প্লাটিনা) নিয়ে নেয়। পরে ছিনতাইকৃত মোটরসাইকেল চেপে ওই পাঁচ যুবক নড়াইলের দিকে পালিয়ে যায়।
শাকিল আহমেদ আরো জানান, অস্ত্রধারী পাঁচ যুবকের মধ্যে একজনের মুখ কিছুটা ডাকা থাকলেও সবার মুখ খোলা ছিল। এ ছাড়া সবার কাঁধে ব্যাগ ঝোলানো ছিল। দুইতলা ভবনের নিচতলায় ব্যাংকের অফিস। ওপরে আমাদের আবাসিক ব্যবস্থা। আমাদের ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও ছিল না। সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ