Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : ভারতীয় অনুদানে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রতœতত্ত¡ অবকাঠামোর উন্নতি সাধন ও সংরক্ষণের মাধ্যমে রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক আগামী ২৯ জানুয়ারি স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গতকাল সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীমের সঙ্গে তার দফতর কক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বাক্ষরকালে ভারতীয় হাইকমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত থাকবেন। সাক্ষাৎকালে প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাসিকের ৪ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস বানু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মো: আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ