Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল পার্লামেন্টের যুগ্ম-সচিবের নেপালী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : নেপাল পার্লাামেন্টের যুগ্ম-সচিব জিভরাজ বুদ্ধতকী গতকাল (শনিবার) ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
টিএমএসএস মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ গফুর মন্ডলের সভাপত্বিতে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, নেপালের অর্টিজম বিষয়ক প্রতিষ্ঠান স্পেশাল স্কুল ফর ডিজএ্যাবল এ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের নির্বাহী পরিচালক সবিতা অর্পিতি, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং অধ্যয়নরত নেপালী ছাত্র-ছাত্রীবৃন্দ। মত বিনিময় সভায় জিভরাজ বুদ্ধতকী বলেন নেপাল বাংলাদেশের বন্ধু প্রতীম দেশ। এ দেশে থেকে নেপালের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে নেপালের জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পারবে। এখানকার পড়াশুনার মান ভাল, খরচও অনেক কম। তাই নেপালী শিক্ষার্থীরা এ দেশের মেডিকেল কলেজগুলোতে প্রতি বছর ভর্তি হচ্ছে। এতে করে দু’দেশের শিক্ষা সংস্কৃতির আদান প্রদান বাড়ছে। উল্লেখ্য টিএমএসএস মেডিকেল কলেজে বিভিন্ন ব্যাচে ৯৪জন নেপালী শিক্ষার্থী অধ্যায়নরত আছে। মতবিনিময় সভা শেষে তিনি টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সংস্থার পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও তিনি টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ কার্যক্রম, মেডিকেল কলেজ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, পেপারমিল, বোর্ড মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ