Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারীর কাল ১১১তম বার্ষিক ওরশ

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত শ্হাছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১১তম বার্ষিক ওরশ কাল ২৩ জানুয়ারি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। গতকাল থেকে ওরশের তিন দিনব্যাপী কার্যক্রম চলছে। ওরস উপলক্ষে মাইজভান্ডার শরীফে হযরত আহমদ উল্লাহ (ক.) মাজারসহ মঞ্জিলগুলোতে আলোসজ্জা করা হয়েছে। বার্ষিক ওরশ শরীফের কাল সোমবার প্রধান দিবস। এ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকানে মাইভান্ডারী ভক্ত প্রচÐ শীত উপেক্ষা করে সমবেত হচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিয়ানমার ও মধপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মাইজভান্ডারী ভক্তরা এসেছেন বলে দরবার সূত্র জানিয়েছে। ওরশ উপলক্ষে মাইজভান্ডার এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। এ উপলক্ষে দরবার শরীফে বিভিন্ন মঞ্জিল পৃথক কর্মসূচি পালন করেছে। ভক্তদের চলাচলের সুবিধার্থে পুলিশ নাজিরহাট ঝংকার মোড় থেকে দরবার গেইট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে থেকে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত ভক্তদের যাতায়াতের সুবিধার্থে দু’টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হযরত

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ