Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাঘের শীত কোথায়

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শীত এখন আছে-নেই অবস্থায়। কিন্তু ‘বাঘ পালানো মাঘ মাস’ বুঝি দেখা যাচ্ছে না। মাঘ মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের অনেক জায়গায় হঠাৎ করে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়। চলে টানা ৪ দিন। এখন মাঘ মাস দ্বিতীয় সপ্তাহে পড়েছে। অথচ মাঘের ‘স্বাভাবিক’ শীতের কামড় নেই দেশের কোথাও। শিগগিরই হাঁড় কনকনে শীতের পূর্বাভাসও নেই। যদিও দেশের কোন কোন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮, চট্টগ্রামে ১৪.৬, সিলেটে ১৩.১, রাজশাহীতে ৯, রংপুরে ১০.৬, খুলনায় ১১.৩, বরিশালে ১০ ডিগ্রি সে.। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.২ ডিগ্রি সে.। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।  
আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, পাবনা, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৩ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

৩১ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ