প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : কোনো নায়ক-নায়িকা সিডিউল ফাঁসালে তার বিরুদ্ধে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ করবে চলচ্চিত্র পরিচালক সমিতি। এমন কথা বলেছেন, সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন। তিনি বলেন, সবে আমরা দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত শিঘ্রই আমরা উপস্থাপন করবো। তার মধ্যে অন্যতম শিল্পীদের সিডিউল ফাঁসানো সংক্রান্ত বিষয়। নায়ক-নায়িকার সিডিউল ফাঁসানো থেকে প্রযোজক ও পরিচালককে রক্ষা করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, আগে একজন শিল্পীকে চুক্তির সময়ই তাকে সাইনিং মানি দেয়া হতো। কিছুদিনের মধ্যেই বাকি টাকা পরিশোধ করা হতো। নতুন নিয়ম অনুযায়ী একজন শিল্পীকে তার পারিশ্রমিকের হার অনুযায়ী সাইনিং মানি দেয়া হবে। পরবর্তীতে তার কাজের অগ্রগতি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ করা হবে। কারণ শিল্পী যদি শুরুতেই পুরো পারিশ্রমিক পেয়ে যায় তবে সে সিডিউল ফাঁসালে প্রযোজক-পরিচালকের কিছু করার থাকে না। ফলে সমিতি সিদ্ধান্ত নিচ্ছে, নায়ক-নায়িকা সিডিউল ফাঁসালে তার জন্য নির্ধারিত পারিশ্রমিক থেকে কেটে রাখা হবে। পারিশ্রমিকও শোধ করা হবে কিস্তিতে। তিনি বলেন, আমি মনে করি সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে সামগ্রিকভাবে চলচ্চিত্রের কল্যাণ হবে। তবে যদি কোনো শিল্পী অসুস্থ হন বা অন্য কোনো যৌক্তিক কারণে শূটিং করতে না পারেন, তার ব্যাখ্যাও তাকে দিতে হবে। আজকাল যেটা হচ্ছে, নায়ক-নায়িকারা নিজেদের ইচ্ছামতো শুটিং স্পটে আসছেন যাচ্ছেন। তিনি জানান, আমরা শূটিং শুরু ও শেষ করার সময়সূচি নিয়েও কাজ করছি। কখন কে আসবে, কখন কে যাবে এসব বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। যারা একটি চলচ্চিত্রের সঙ্গে জড়িত হয়েও অসহযোগিতা করবেন তারা অবশ্যই তিরস্কৃত হবেন। একজন পরিচালকও যদি স্পটে ঠিকমতো না আসেন তারও জবাবদিহির জায়গা তৈরি করা হবে। প্রযোজককেও সময়মতো সিনেমা শেষ করার ইচ্ছা রাখতে হবে। এছাড়া পরিচালক সমিতির সদস্য পদ প্রাপ্তির যোগ্যতা ও নিয়ম-কানুন নিয়ে বেশ কিছু রদবদল আনতে যাচ্ছে নবনির্বাচিত কমিটি। এফডিসিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যবস্থা নেয়া হবে। একইভাবে চলচ্চিত্রের মানুষদের মধ্যে দায়বোধ, সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেও কাজ করবে পরিচালক সমিতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।