পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক ঃ চীনে ১০০টি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির এনার্জি রেগুলেটর। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির ১১টি প্রদেশে প্রায় ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতো ওই প্লান্টগুলো। খবরে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে জোরদার করতেই দেশটির সরকার এমন পদক্ষেপ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখে দেশটির জাতীয় জ্বালানি কর্তৃপক্ষ এনইএ গণমাধ্যমকে জানায়, বন্ধ করার নির্দেশ পাওয়া ওই ১০০ প্লান্টের মধ্যে বেশ কিছু নির্মাণাধীন প্রকল্পও রয়েছে। বলা হচ্ছে, নির্মাণাধীন ওই প্রকল্পগুলোর মোট মূল্য প্রায় ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। নির্মাণাধীণ এই প্রকল্পগুলোর বেশিরভাগই জিয়াংজিং, ইনার মঙ্গোলিয়া, শানঝি, গানসু, ওইনগাইসহ উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে অবস্থিত। এই উদ্যোগ সম্পর্কে সরকারের তরফ থেকে বলা হয়েছে, সূর্য ও বাতাসের মতো উৎসগুলো থেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়িয়ে কয়লা বা খনিজ জ্বালানির ব্যবহার কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়লা ভিত্তিক প্লান্টগুলো বন্ধ হয়ে গেলে দেশের নাগরিকদের জন্য বিদ্যুৎ সরবরাহের তেমন কোনো ব্যাঘাত ঘটবে না বলেও সরকারের তরফে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।