Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:১৪ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজারে সম্পন্ন হয়েছে ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা, ক্বিরাত ও হাদর মাহফিল। বৃহস্পতিবার সকাল ৯টায় বদর মোকাম জামে মসজিদ ও শামসুন্নাহার হেফজখানায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এরপর বিকেল ৪টা কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে শুরু হয় ক্বিরাত ও হাদর মাহফিল। মাহফিলে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দুই ডজনাধিক হাফেজে কুরআন-ক্বারী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মক্কাতুল মোকাররমার মাদরাসা দারুল ফায়েজিন’র শিক্ষক হাফেজ ওয়ালী উল্লাহ নজির আহমাদ আশ-শাওকী। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ নাজমুল হাসান, রেডিও টেলিভিশনের সিনিয়র ক্বারী হাফেজ জহিরুল ইসলাম, ক্বারী মাওলানা হাফেজ শহীদুল ইসলাম, ক্বারী হাফেজ মাওলানা মঞ্জুর আহমদ, ক্বারী মাওলানা আমজাদ হোসেন, তানযীমুল কুররা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী, চট্টগ্রাম রাজারখালী দারুল ইফতার ক্বিরাত বিভাগের শিক্ষক ক্বারী মাওলানা মুফিজুর রহমান, এটিএন বাংলার উপস্থাপক ক্বারী একেএম ফিরোজ আহমদ, ক্বারী শহীদুল্লাহ, ঢাকার ক্বারী হাফেজ খুবাইবুল হক তামিম, শিশু ক্বারী হাফেজ মাহমুদুল হাসান, বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ নাজমুস সাকিব, হাফেজ যাকারিয়া ও হাফেজ আবদুল্লাহ আল মামুন। রাত ১১টা পর্যন্ত চলে ক্বিরাত ও হাদর মাহফিল। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামস্থ জামেয়া দারুল মা’রিফ আল ইসলামীয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ