Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানে ফিরে খুশি সেন্টু

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মোহামেডানের হয়েই। ২০১০ সালে নাইজেরিয়ান এমেকার সহকারী হিসেবে মোহামেডানের ডাগআউটে ছিলেন আবদুল কাইয়ুম সেন্টু। মাঝে সফিকুল ইসলাম মানিকের সহকারীও ছিলেন। সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমে ছিলেন মুক্তিযোদ্ধার প্রধান কোচ। আগামী মৌসুমে আবার মোহামেডানের প্রধান কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াবেন জাতীয় দলের সাবেক এ মিডফিল্ডার। প্রিয় দলে ফিরতে পেরে দারুণ খুশি সেন্টু, ‘আমি মোহামেডান দিয়েই ক্লাব কোচিং শুরু করেছিলাম। মাঝে মুক্তিযোদ্ধায় ছিলাম, মোহামেডানে ফিরেছিলাম। গত মৌসুমে প্রথম প্রধান কোচ হিসেবে মুক্তিযোদ্ধায় দায়িত্ব পালন করেছি। এবার ফিরলাম মোহামেডানে’।
প্রিমিয়ার লিগের মাঝপথে জসিমউদ্দিন জোসির বিদায়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব বলতে গেলে ছিল কোচহীন। লিগে দলটি চলেছেও খুঁড়িয়ে খুঁড়িয়ে। গত আসরে জোসির হাত ধরে সেমি-ফাইনাল খেলেছিল মোহামেডান। তবে প্রিমিয়ার লিগ তারা শেষ করে ১২ দলের মধ্যে দশম স্থানে থেকে। এ মৌসুমে ঐতিহ্যের ‘কঙ্কাল’ হয়ে থাকা মোহামেডানকে টেনে তোলার কাজটা যে সহজ নয়, তা মানছেন সেন্টুও। তাই দলটির সমর্থকদের বড় স্বপ্ন দেখালেন না তিনি, ‘দলটা এখনো পুরোপুরি হাতে পাইনি। আশাকরি, দুই-তিন দিনের মধ্যে পেয়ে যাব। যারা আছে, তাদের সাথে আরো কয়েকজন বাইরের খেলোয়াড় যোগ করার ইচ্ছা আছে। চ্যালেঞ্জ নিতেই মোহামেডানের দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ, ভালো কিছু এনে দিতে পারব। এর চেয়ে বেশি কিছু এ মুহূর্তে বলতে পারছি না।’
আগামী ১৮ ফেব্রæয়ারি শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসর। সেটিই হবে সেন্টুর প্রথম অ্যাসাইনমেন্ট। আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন মোহামেডানের নতুন কোচ, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ দিয়েই মোহামেডান কোচ হিসেবে আমার মিশন শুরু হবে। বড় স্বপ্ন দেখাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব সমর্থকদের ভালো কিছু এনে দেয়ার। আশাকরি, দলের মান রাখতে পারব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ