Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যড়যন্ত্রে বন্ধের উপক্রম বিদ্যালয়

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মোঃ হাবিবুর রহমান হাবীব, শরীয়তপুর থেকে : ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এএইচবি চাইল্ড এডুকেয়ার স্কুলটি সহযোগিতার অভাবে মুখ থুবরে পড়েছে। যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে ফলাফলে উপজেলায় শীর্ষে থাকা বেসরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১১ সাল থেকেই প্রাথমিক ও অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস একাধিক বৃত্তি লাভ করে। কিন্তু বর্তমানে স্থানীয় একটি মহলের ষড়যন্ত্র ও এলাকাবাসীর অসহযোগিতায় ভালো ফলাফল করলেও অর্থনৈতিক ও পারিপার্শ্বিক কারণে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন। এলাকাবাসী জানান, ২০১১ সাল থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১৬ পর্যন্ত শতভাগ পাস ও একাধিক বৃত্তি লাভ করে। যার ফলে বিদ্যালয়টির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এতেই ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা প্রকার ষড়যন্ত্র ও চক্রান্তে মেতে ওঠে। বিদ্যালয়ের শিক্ষিকা রেহানা ভানু জানান, ছাত্র/ছাত্রীদের সামান্য বেতন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মাওলার অর্থায়নে আমাদের বেতন ভাতাদি মেটানো হয়। আমরা ছাত্র-ছাত্রীদের আন্তরিকভাবে শিক্ষা প্রদান করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে এ বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের শিক্ষার্থীদের ফলাফল ভালো হচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা বালা বলেন, আমার পরিবারের সবাই আমেরিকা বসবাস করলেও আমি একটি স্বপ্ন নিয়ে গ্রামে থেকে গেছি। গ্রামের শিশুদের আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার স্বপ্নটি দীর্ঘ ৯ বছরেও পূরণ করতে পারিনি। এলাকাবাসীর অসহযোগিতা, অভিভাবকদের উদাসীনতায় আমরা ছাত্র-ছাত্রী পাচ্ছি না। ফলে শিক্ষকদের বেতন ভাতাদি শোধ করে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করে চলছি। আমরা কারো আর্থিক সহযোগিতা চাই না। চাই শুধু মানুষিক সহযোগিতা ও ছাত্র-ছাত্রী। তাহলে এ বিদ্যালয়টি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সে স্বপ্ন পূরণ করতে পারবো। তা না হলে আমিও হয়তো পরিবারের আহŸানে সারা দিয়ে প্রবাসে চলে যেতে বাধ্য হবো। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, আমার ইউনিয়নে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাজি এএইচবি স্কুলটির শিক্ষার মান খুবই ভালো। প্রতিষ্ঠার পর থেকে তারা ভালো ফলাফল করে আসছে। প্রতি বছরই একাধিক প্রাথমিক বৃত্তি পায় এ বিদ্যালয়টি থেকে। আমাদের পরিষদ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তেমন কোন বরাদ্দ দেয়া যায় না। তবে সরকারিভাবে ভবন সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার সুযোগ রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান বলেন, চরসেনসাস ইউনিয়নে হাজী এএইচবি স্কুলটির শিক্ষার মান খুবই ভালো। আমরা তাদেরকে বিনামূল্যে বই ছাড়া আর কিছুই দিতে পারি না। এই বিদ্যালয়টি উন্নয়নের জন্য স্থানীয় জনগণকেই উদ্যোগ নিতে হবে। কারণ সরকারের দিকে চেয়ে থাকলে বেসরকারি প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব নয়। তাই এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগই পারে বিদ্যালয়টির সুনাম রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যালয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ