Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের টানা দুই!

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টানা ২৮৪ দিন অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদকে ৩ দিনের ব্যবধানে নিতে হল দুই দু’টি পরাজয়ের তিক্ত স্বাদ। প্রথমটি লা লিগায় সেভিয়ার বিপক্ষে। এবার কোপা দেল রের শেষ আটে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের সেই একই ব্যবধানে। তারপরও সেই একই সুর জিনেদিন জিদানের কণ্ঠে, ‘এটাই ফুটবল।’
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মড্রিচদের সমন্বয়ে সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু তাতেও হার এড়ানো গেল না। তাও আবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। দুই বছর পর খেলতে নামেন রোনালদো। কিন্তু নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি সদ্য ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট’ জয়ী পর্তুগিজ তারকা। প্রথমার্ধে ম্যাচের চিত্রও ছিল ম্যাড়মেড়ে ড্র। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের চিত্রনাট্যে লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য।
মৌসুমের ১৫তম গোল করে সফরকারীদের এগিয়ে নেন ইয়াগো অসপিয়া। যে মার্সেলোর ভুলে গোল খেয়ে বসে রিয়াল সেই মার্সেলোই ৫ মিেিনটর ব্যবধানে স্বাগতিক দর্শকদের মনে স্বস্তি ফিরিয়ে দেন দুর্দান্ত ভলিতে। কিন্তু লস বøাঙ্কোসদের মনে সেই স্বস্তির স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিট। দূর্দান্ত পাল্টা আক্রমণ থেকে সেল্টাকে পরের মিনিটেই এগিয়ে নেন জনাথন কাস্ত্রো অটো। আর এই গোলেই লেখা হয়ে গেল প্রায় এক বছর পর ঘরের মাঠে রিয়ালের হারের বেদনাকাব্য। গেল বছরের ফেব্রæয়ারিতে ঘরের মাঠে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে শেষ বারের মত হেরেছিল জিদানের দল। জিদান বলছেন, ‘এটাই ফুটবল। এটা একটা খারাপ মুহূর্ত, তবে আমরা সবাই মিলে এই অবস্থা থেকে কাটিয়ে উঠব।’
এই হারে অবশ্য রিয়ালের সবকিছু শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগে এখনো সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর। তবে জিততে হবে কমপক্ষে দুই গোলের ব্যবধানে, ম্যাচটিও হবে সেল্টার মাঠে। তাছাড়া কোপা দেল রেতে প্রথম লেগে ২-১ গোলে হারের পর জয়ের কোন রেকর্ড নেই রিয়ালের।
হঠাৎ দলের এমন ছন্নছাড়া দশায় জিদান অবশ্য চিন্তিত নন। এটাকে তিনি উড়িয়ে দিয়েছেন ‘খারাপ মুহূর্ত’ বলে। দ্বিতীয় লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে বলেও জানান তিনি। জিজু বলেন, ‘এটা ছিল খারাপ একটা মুহূর্ত, আমরা এটা লুকাতে পারব না। টানা দুই ম্যাচ হার, কিছু (দলে) একটা তো হয়েছেই। এ নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে, আমরা এখন ভাবব কিভাবে দ্রæত এই অবস্থা পরিবর্তন করা যায়।’ সাবেক ফিফা বর্ষসেরা বলেন, ‘আমরা খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিলাম যারা সবকিছু আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’
দলের হঠাৎ এমন ছন্দপতনের কারণ অনুসন্ধানের সময়ও তিনি খুববেশি পাচ্ছেন না। লা লিগায় আজ আবার মাঠে নামতে হচ্ছে তার দলকে। প্রতিপক্ষ অবশ্য পয়েন্ট তালিকার ১৩ নম্বর দল মালাগা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ