Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতেই থাকল বাংলাদেশ

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে আপনি কোন দলের সমর্থক? খোদ পাকিস্তান সমর্থক হলেও এখন নিশ্চয় অস্ট্রেলিয়ার জয়ই চাইবেন। পাকিস্তান জিতলেই যে বাংলাদেশকে ঠেলে তারা আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে উঠে যাবে! বাংলাদেশি ভক্তদের কাছে তাই গতকাল পাকিস্তানের হারটাই ছিল কাম্য। হয়েছেও তাই। সিরিজের তৃতীয় ম্যাচে পাকদের ৭ উইকেটে হারিয়ে এখন ২-১-এ এগিয়ে অজিরা।
আগের তিন ম্যাচে ৪০, ৯৫ও ১৪৯ ইনিংসেরর পর অধিনায়ক স্টিভেন স্মিথ এবার খেললেন অপরাজিত ১০৮ রানের ইনিংস। সাথে অভিষিক্ত পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানে পাকিস্তানের দেয়া ২৬৪ রানের লক্ষ্যে ৩০ বল আর ৭ উইকেট হাতে রেখে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এক রানের ব্যবধানে (৪৪/০ থেকে ৪৫/২) দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর তৃতীয় উইকেটে ২৯.৩ ওভারে ১৮৩ রানের জুটি গড়েন স্মিথ-হ্যান্ডসকম্ব। ক্যারিয়ারের অষ্টম শতকটি স্মিথ সাজান ১০৪ বলে ১১টি চার ও ১ ছক্কায়। অস্ট্রেলিয়ার হয়ে দ্রæততম ৩ হাজার রান সংগ্রহের রেকর্ডটাও এখন স্মিথের। স্মিথের (৭৯ ইনি.) চেয়ে এক ইনিংস বেশি খেলে এই মাইলফলকে পৌঁছান জর্জ বেইলি ও মাইকেল বিভান (৮০ ইনি.)। মাত্র ৫৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ডটা হাশিম আমলার।
পার্থের ওয়াকায় টস হেরে ব্যাট করতে নামা মোহাম্মাদ হাফিজের দলের শুরুটা মন্দ ছিল না। পাকদের ডুবিয়েছে মূলত শেষ দশ ওভার। হাতে ৬ উইকেট নিয়েও তারা শেষ ৬০ বলে যোগ করে মাত্র ৫০ রান, গত ১৫ বছরের ইতিহাসে যা তাদের তৃতীয় সর্বনিম্ন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬৩ রানে থেমে যায় তাদের সংগ্রহ। এর আগে ১০০ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংসের পথে দ্রæততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। সমান ২১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ড আছে ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জনাথন ট্রট ও কুইন্টন ডি ককেরও। সারজিল খান করেন ৪৭ বলে ৫০ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ