মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গাম্বিয়ায় ক্ষমতা ছাড়া ও গ্রহণ নিয়ে বিদায়ী এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদায়ী প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর শেষ দিন ছিলো। একই দিন শপথ নেয়ার কথা ছিলো নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারোর। কিন্তু ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন জামেহ। ক্ষমতা না ছাড়ার জন্য জামেহর বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলো। বৃহস্পতিবারের মধ্যে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে তাকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে সেনেগাল। গাম্বিয়ার তিনদিকে সেনগাল ও একদিকে আটলান্টিক মহাসাগর। আন্তর্জাতিক মহল ও আফ্রিকার দেশগুলো ইয়াহিয়া জামেহকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানালেও তাতে কান দিচ্ছেন না তিনি। বৃহস্পতিবার দেশে প্রবেশ করে শপথ নেয়ার প্রতিজ্ঞা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারো। ফলে যেকোনো সময় সংঘাতের মুখে পড়তে পারে দেশটি। সেনেগালের সেনারা সীমান্তে অবস্থান নিয়েছে। চতুর্দিক ঘিরে ফেলেছে তারা। তবে গাম্বিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, তিনি সেনেগালের সেনাদের বিরুদ্ধে লড়বেন না। রাজনৈতিক বিষয়ে তিনি নাগ গলাবেন না। সেনেগালের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আবদৌ এনদিয়ায়ে বলেছেন, বুধবার দিনের শেষদিকে গাম্বিয়া সীমান্তে অবস্থান নিয়েছে তাদের বাহিনী। তারা প্রস্তুত বলে তিনি জানান এবং বলেন, আমরা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছি। যদি কোন রাজনৈতিক সমাধান না হয়, তাহলে আমরা পদক্ষেপ নেব। এদিকে, নাইজেরিয়ার যুদ্ধজাহাজ গাম্বিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। সেটি ঘানার উপকূল পার করে গাম্বিয়ার কাছাকাছি অবস্থান করছে। ঘানাও সেনাবাহিনী পাঠাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আদামা ব্যারোর বিশেষ উপদেষ্টা মাই আহমেদ ফেসবুক পোস্টে গাম্বিয়ানদের ঘরের মধ্যে থাকতে বলেছেন। তিনি হুংকার দিয়েছেন, যারা শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে, তারা ভয়ঙ্কর জবাবের মুখে পড়বে। ইয়াহিয়া জামেহ আগামী তিন মাস গাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। এর একদিন পর বুধবার দেশটির জাতীয় পরিষদ জামেহর ক্ষমতার মেয়াদ ৯০ দিন বাড়িয়েছে। তবে গত ৪৮ ঘণ্টায় চারজন মন্ত্রী পদত্যাগ করে জামেহর পক্ষ ত্যাগ করেছেন। নির্বাচনের পর এ পর্যন্ত আটজন মন্ত্রী পদত্যাগ করলেন। সেনাবাহিনী বলছে, বিদেশি সেনাদের সঙ্গে তারা লড়বে না। তাহলে জামেহর জারি করা জরুরি অবস্থা ও বিদেশি সেনাদের অভিযান প্রতিরোধ করবে কে? এই গভীর সংকটে গাম্বিয়া ছেড়ে পালাচ্ছে হাজার হাজার নাগরিক। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন তারা। পশ্চিম আফ্রিকার ছোট্ট এই দেশ থেকে এরই মধ্যে অধিকাংশ বিদেশি চলে গেছেন। এ সময় দেশটিতে পর্যটকদের ভিড় থাকে। ব্রিটেনের সাবেক উপনিবেশ গাম্বিয়ায় শীতে ব্রিটিশ পর্যটকদের আনাগোনা থাকে বেশি। রাজধানী বানজুলের রাস্তায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া সাধারণ মানুষের প্রাণচাঞ্চল্য নেই, দোকানপাট বন্ধ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন জানিয়েছে, সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার গাম্বিয়ান দেশ ছেড়ে চলে গেছে। ১ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আদামা ব্যারো বিজয়ী হলে পরাজয় স্বীকার করে নিয়ে তাকে স্বাগত জানান ইয়াহিয়া জামেহ। কিন্তু কয়েকদিন পরই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি। পুনর্র্নির্বাচন দাবি করে ক্ষমতা না ছাড়ার ঘোষণা দেন। বিবিসি ও আলজাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।