Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুর্জ খলিফার পাশে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৮:০০ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুবাইর এক বহুতল ভবনে। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার খুব কাছেই এর অবস্থান। আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ ডটকমের খবর।
আজ সোমবার (৭ নভেম্বর) ভোরে আগুন ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে সেটি নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বুলেভার্ড ওয়াক নামের ভবনটির নীচতলা থেকে ছাদ পর্যন্ত একপাশে হয় এই অগ্নিকাণ্ড। অবশ্য, তাতে কেউ হতাহত হয়েছে কিনা সেটি জানায়নি কর্তৃপক্ষ। এমনকি, কী কারণে গোটা ভবনে আগুন ছড়িয়েছিল, সে ব্যাপারেও মুখ খুলতে নারাজ দুবাই পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
তবে, ধসে পড়ার শঙ্কায় সরানো হয়েছে ভবনটির বাসিন্দাদের। গেলো কয়েক বছর ধরে দুবাইর আকাশচুম্বী ভবনগুলোয় ঘটছে অগ্নিকাণ্ড। ভবনগুলোতে রাসায়নিক রঙের আস্তরণ ব্যবহারের ইস্যুতে প্রশ্ন উঠছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ