Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিদ্যুতের প্রায় দেড় লাখ প্রি-পেইড মিটার বসছে

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


সেবার প্রকৃত চিত্র জানতে শুনানি করবে দুদক
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ভুতুড়ে বিলের লাগাম টেনে ধরতে এক লাখ ৩৯ হাজার প্রি-পেইড মিটার বসছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎসেবার প্রকৃত চিত্র জানতে চলতি বছরের মার্চে গণশুনানি করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের যে সীমাবদ্ধতা, ব্যর্থতা সেটা স্বীকার করবেন। বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। সে তুলনায় মানুষ কতটা সেবা পাচ্ছে সেটা আমরা দেখব। এ জন্য মার্চের শেষ সপ্তাহে আমরা চট্টগ্রামে বিদ্যুৎসেবা নিয়ে গণশুনানি করব।
গণশুনানি শুরুর পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান সংস্থাটির কমিশনার নাসিরউদ্দিন। জনগণের সেবার সন্তুষ্টির উপর সরকারি কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হবে মন্তব্য করে তিনি বলেন, শুধু কথার ফুলঝুড়ি নয়, জনগণ আপনাদের যে সার্টিফিকেট দেবে সেটাই আসল। সরকারি সংস্থাগুলোর কর্মকা- পর্যবেক্ষণে দুদক নেতিবাচক পথে হাঁটবে না মন্তব্য করে নাসিরউদ্দিন বলেন, সরকারি কর্মকর্তাদের অনিচ্ছাকৃত ভুলগুলোও আমরা বিবেচনা করব, কারণ আমার নেগেটিভ ওয়েতে আগাতে চাই না। সরকারি কর্মকর্তারা জনগণের চাহিদার প্রতি দায়িত্বশীল কি না, সেটাও নিবিড় পর্যবেক্ষণের আওতায় আসবে বলে জানান তিনি।
এ সময় দুদক কমিশনার বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল, নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল না পৌঁছানো, সীমা বহির্ভূত সিস্টেম লস, শিল্প-কারখানার লাখ টাকার বিদ্যুৎ বিল ঘুষ দিয়ে কমানোসহ অসংখ্য অভিযোগ দুদকের হাতে আছে। সভায় পিডিবির মিটার রিডারদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। দুর্বল গ্রিড লাইনের কারণে লো-ভোল্টেজের বিষয়টিও উত্থাপন করেন কয়েকজন গ্রাহক।
জবাবে পিডিবির চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মৃণাল কান্তি সেন বলেন, আমরা পর্যাযক্রমে সবগুলো মিটার প্রি-পেইড করে ফেলব। ইতোমধ্যে ১৪ হাজার মিটার আমরা স্থাপন করেছি। মোট এক লাখ ৩৯ হাজার প্রি-পেইড মিটার চট্টগ্রামে স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, এ কাজ আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হলে অতিরিক্ত বিলসহ মিটারের ঝামেলা থেকে গ্রাহকরা মুক্ত হবেন।
মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ ও পিডিবি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাধায়ক প্রকৌশলী (দক্ষিণ) মকবুল আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ