প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তন্নী নায়িকা অধরা খান। পরিচালক সাজ্জাদ খানের নির্মাণাধীন ‘মনের শহর’ নামে একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। অধরার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন নবাগত ইমরান। অধরা বলেন, ১২ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লাগছে। এতে আমার চরিত্রটির গভীরতাও রয়েছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে। এদিকে অধরা শাহীন সুমনের পরিচালনাধীন পাগলের মতো ভালোবাসি সিনেমার কাজ করছেন এখন। পাশাপাশি রাগী নামে আরেকটি সিনেমারও কাজ করছেন। অধরা জানান, দুইটি সিনেমায়ই আমি দুই ধরনের চরিত্রে কাজ করছি। প্রথমটাতে আমি কলেজের দুষ্টু প্রকৃতির একটি মেয়ে। আর রাগীতে একজন রাগী মেয়ের চরিত্রে। আর নতুন সিনেমায় একটি সাধারণ পরিবারের সাধারণ মেয়ের চরিত্র। আমি আসলে এভাবে নিজেকে ভাঙতে চাই। একেক সিনেমায় একেকভাবে দর্শকের সামনে আসতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।