Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমায় অধরা খান

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:৫২ পিএম, ১৮ জানুয়ারি, ২০১৭

বিনোদন ডেস্ক: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তন্নী নায়িকা অধরা খান। পরিচালক সাজ্জাদ খানের নির্মাণাধীন ‘মনের শহর’ নামে একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। অধরার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন নবাগত ইমরান। অধরা বলেন, ১২ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লাগছে। এতে আমার চরিত্রটির গভীরতাও রয়েছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে। এদিকে অধরা শাহীন সুমনের পরিচালনাধীন পাগলের মতো ভালোবাসি সিনেমার কাজ করছেন এখন। পাশাপাশি রাগী নামে আরেকটি সিনেমারও কাজ করছেন। অধরা জানান, দুইটি সিনেমায়ই আমি দুই ধরনের চরিত্রে কাজ করছি। প্রথমটাতে আমি কলেজের দুষ্টু প্রকৃতির একটি মেয়ে। আর রাগীতে একজন রাগী মেয়ের চরিত্রে। আর নতুন সিনেমায় একটি সাধারণ পরিবারের সাধারণ মেয়ের চরিত্র। আমি আসলে এভাবে নিজেকে ভাঙতে চাই। একেক সিনেমায় একেকভাবে দর্শকের সামনে আসতে চাই।



 

Show all comments
  • Keya Chowdhury Jui ২০ জানুয়ারি, ২০১৭, ১১:১৯ এএম says : 0
    কে নবাগত! বিষয়টা বুঝলাম না। "গাড়িওয়ালা" আর "গোপন" এর মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনেমায় দুর্দান্ত অভিনয় করার পরেও মোস্তাফিজুর নূর ইমরান কি করে নবাগত অভিনেতা হন, সেটাই আমার প্রশ্ন। গাড়িওয়ালাতে অভিনয়ের জন্য তিনি "নর্থ ক্যারোলিনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল" থেকে পুরষ্কার কুড়িয়েছেন। আমার জানা মতে, এটি তাঁর এগারতম সিনেমা। আপনারা যারা নিউজ করছেন, তাদের কাছে অনুরোধ, জেনে শুনে নিউজটা করবেন। আর যদি না জানেন, চুপচাপ থেকে যান। মিথ্যে কিংবা ভুল তথ্য ছড়াবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ