প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি শুক্রবার মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রচারণার জন্য তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। এর অংশ হিসেবে গত সোমবার গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ। সেখানে নুসরাত ফারিয়া সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানান। শিক্ষার্থীদের সাথে আলোচনাকালে একজন শিক্ষার্থী তাকে বলেন, আমি তো সিঙ্গেল বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে যেতে। আমার তো গার্লফ্রেন্ড নাই। এ কথার জবাবে ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার সাথে যেতে পার। ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টায় আমরা একসঙ্গে সিনেমা দেখব। যারা সিঙ্গেল আছো তারা আমার সাথে যেতে পারবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিয়াম, জিয়াউল রোশান, দর্শনা বণিকসহ সিনেমাটির কলাকুশলীরা। এর আগে সিনেমাটির টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নিয়েছে। উল্লেখ্য, র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিটেমিডের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।