Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কনজ্যুরিং’ চতুর্থ পর্ব নির্মাণ করছে নিউ লাইন সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

হরর সিরিজ ‘কনজ্যুরিং’-এর চতুর্থ পর্ব নির্মাণ শুরু করেছে করছে নিউ লাইন সিনেমা। ‘অরফান’ এবং ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এর জন্য খ্যাত ডেভিড লেসলি জনসন-ম্যাগোল্ডরিক ফিল্মটির কাহিনী-চিত্রনাট্য লিখছেন। সিরিজের সূচনা (২০১৩) পরিচালক জেমস ওয়ান এই পর্বটি প্রযোজনা করবেন পিটার স্যাফরানের সঙ্গে। ডেভিড লেসলি জনসন-ম্যাগোল্ডরিক ‘কনজ্যুরিং টু’ (২০১৬)এবং ‘দ্য কনজ্যুরিং : ডেভিল মেড মি ডু ইট’ (২০২১ তৃতীয় পর্ব) ফিল্ম দুটির কাহিনী লিখেছিলেন। ‘কনজ্যুরিং’ হরর ফ্র্যাঞ্চাইজ এ পর্যন্ত ২ বিলিয়ন ডলার আয় করেছে। উল্লেখিত সিরিজের সাফল্যই ‘দ্য নান’ (২০১৮) এবং ‘অ্যানাবেল’ (২০১৪) স্পিন-অফ ফিল্মকে পথ দেখিয়েছে। বর্তমানে ‘দ্য নান টু’র শুটিং চলছে ফ্রান্সে; মুক্তি পাবে আগামী বছর। জনসন-ম্যাগোল্ডরিক ‘রেড রাইডিং হুড’, এবং ‘র‌্যাথ অফ টাইটান্স’-এর কাহিনী লিখেছেন। তিনি ডিসির হয়ে ‘ফ্ল্যাশ’ সিরিজের কাজ করছেন। স্টুডিও বর্তমানে ‘কনজ্যুরিং ফোর’-এর পরিচালক ও কাস্টের সন্ধানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কনজ্যুরিং’ চতুর্থ পর্ব নির্মাণ করছে নিউ লাইন সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ