নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৬ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি ঘোষণা করলেন সাবেক নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল। শেষবার তাকে ডাগ আউটে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত মার্চে রেড ডেভিলদের এফ কাপ উপহার দেয়ার পর তাকে কোচের পদ থকে বহিষ্কার করা হয়। পরে তার চেয়ারে বসেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফকে গাল বলেন, ‘আমি মনে করি আমার থামা উচিত, এটা আমাকে বিশ্রাম দেবে। তাই আমি আপাতত কোচিংয়ে ফেরার চিন্তা করছি না।’ পরিবারকে যথেষ্ঠ সময় দেয়ার জন্য তার এই অবসরে যাওয়া বলে উল্লেখ করেন ৬৫ বছর বয়সী।
ম্যানইউ থেকে তার বহিষ্কারের ঘটনার পিছনে সংবাদমাধ্যম সবচেয়ে বড় ভ‚মিকা পালন করেছে বলে অভিযোগ করেন ফন গাল। এ সময় তার উপর ‘অমাবিক’ চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘শেষ ছয় মাস আমি কাটিয়েছি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকর মতো অবস্থায়। আর এজন্য ইংলিশ মিডিয়াই দায়ী। সে সময় আমার উপর চাপটা ছিল অমানবিক।’
১৯৮৬ সালে ডাচ ফুটবল ক্লাব এজেড আকমারের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফন গাল। তার ২৬ বছরের ক্যারিয়ারকে বর্ণাঢ্য বলাই যায়। সাবেক নেদারল্যন্ডস জাতীয় দলের (২০০০-০২ ও ২০১২-১৪) কোচ পরিচালনা করেছেন বার্সেলোনা (১৯৯৭-০০), বায়ার্ন মিউনিখ (২০০৯-১১) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (২০১৪-১৬) মত দলের কোচিং চেয়ার। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আয়াক্সের মত অখ্যাত দলকে চ্যাম্পিয়ন্স লিগ (১৯৯৪/৯৫) ও উয়েফা কাপ (১৯৯১/৯২) উপহার দেয়া। গেল মৌসুমে ম্যানউইকে এফএ কাপ জেতানো ছাড়াও বিভিন্ন ক্লাবের হয়ে তিনি জিতেছেন ৭টি জাতীয় লিগ শিরোপা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।