নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালোভাবেই করেছেন সেরেনা। সুইস তারকা বেলিন্ডাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি। ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সেরেনা উইলিয়ামস। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে লক্ষ্য-রেকর্ড ২৩তম গ্র্যান্ড ¯ø্যাম। সেই লক্ষ্যে প্রথম পর্বের বাধা পেরিয়েছেন বিশ্ব র্যাংকিংয়ের ২ নম্বর তারকা। প্রথম রাউন্ডে হারিয়েছেন ১৯ বছর বয়সী বেলিন্ডা বেনচিচকে। ৩৫ বছর বয়সী সেরেনা কিশোরী বেনচিচকে পাত্তাই দেননি ৭৯ মিনিটের খেলায়। সরাসরি সেটে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারের কাছে হারেন সেরেনা। তবে উইম্বলডন জিতে উন্মুক্ত যুগের সর্বাধিক গ্র্যান্ড ¯ø্যাম জেতার রেকর্ড স্পর্শ করেন। স্টেফি গ্রাফের সঙ্গে ২২টি গ্র্যান্ড ¯ø্যাম জিতে তার সঙ্গেই আছেন। এবার সেই রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার দিকেই রয়েছেন মার্কিন তারকা। সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বড় বোন ত্রয়োদশ বাছাই ভেনাস উইলিয়ামসও। ইউক্রেনের ক্যাটেরিনা কজলোভাকে ৭-৬ (৫), ৭-৫ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। মেয়েদের সেরা বাছাই জার্মানির আঞ্জেলিক কারবারও কষ্টে জিতেছেন। অবাছাই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারান প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন। তবে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের চতুর্থ বাছাই সিমোনা হালেপ। রোমানিয়ার এই তারকাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স।
এদিকে, হাঁটুর চোট থেকে সেরে উঠে ছয় মাস পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন রজার ফেদেরার। চোট কাটিয়ে ফিরেই দূর্দান্ত এক জয় পেয়েছেন ৩৫ বছর বয়সী সুইস তারকা। গেলপরশু অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলসারকে ৭-৫, ৩-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বছরের প্রথম এই গ্র্যান্ড ¯ø্যামের চারবারের চ্যাম্পিয়ন। ছেলেদের এককে
চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের স্তানি¯ø্যাস ভাভরিঙ্কা ৪-৬, ৬-৪, ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে হারান ¯েøাভাকিয়ার মার্তিন ক্লিজানকে। তবে গতকাল সবচেয়ে বড় জয়োল্লাস বুঝি করেছেন নোভাক জোকোভিচই। প্রথম রাউন্ডে ফের্নান্ডো ভার্দাসকোকে ৬-১, ৭-৬ (৪), ৬-২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাদালের মুখোমুখি হওয়াকে এড়িয়েছেন র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাই। এই স্প্যানিয়ার্ডের কাছে হেরেই গতবছর প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিলো তারই স্বদেশি নাদালকে। একই দিনে জার্মান ফ্লোরিয়ান মেয়ারকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে স্বস্তির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ২০০৯ সালের চ্যাম্পিয়ন নবম বাছাই নদালও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।