Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার সকালে ভালুকা উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে । অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি ওই ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী, সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম ওয়াসেক আল আমিন শিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যগণ। ওই ক্যাম্পে ১০০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎস্যা সেবা ও উপকরণ বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পটি সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করবে । প্রতি সোমবার অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ