পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে ৪৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার শিল্পকলা মাঠে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর অন্যতম সদস্য ও সাবেক এফবিসিসিআই-এর সভাপতি আলহাজ কাজী আকরাম উদ্দিন আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল ফারুক, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক সরদার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাফেজা বেগম। এ সময় ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি এম এ গাফফার দাড়িয়া, কোটালীপাড়া শাখার ম্যানেজার কাজী সাহেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।