পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মো. লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকে : চলতি মৌসুমে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন নদীর বিস্তৃর্ণ বালুচরে ভ‚মিহীন কৃষকেরা বোরো ধান চাষাবাদ করেছেন। এই নদীগুলোতে তারা বোর চাষ করে লাভবান হচ্ছেন। নদীর বালুচরের ধান যেমন ভ‚মিহীন কৃষকদের খাদ্যের যোগান হচ্ছে, তেমনি দেশের চলমান খাদ্য উৎপাদনে যোগ হচ্ছে নতুন মাত্রা। পঞ্চগড়ের বোদা জেলার ভেতর দিয়ে বয়ে গেছে করতোয়া, তালমা, পাথরাজসহ ছোট-বড় বেশ কয়েকটি নদী। শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় অধিকাংশ নদীর বুকে চর জেগে উঠেছে। নদীর পাশে বসবাসকারী শত শত ভ‚মিহীন চাষি নদীর চরে পরে থাকা জমি তৈরি করে চাষ করেন বোরো ধান। খাস জমিতে ধানের চাষাবাদসহ বিভিন্ন রকমের আবাদ করে পরিবারের খাদ্য যোগান দিয়ে অনেকটাই স্বচ্ছলতা ফিরিয়ে আনছেন তারা। পাশাপাশি দেশের খাদ্য উৎপান বৃদ্ধিতে কিছুটা অবদান রাখছেন। আর নদীর চরে কম খরচে আবাদ হওয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নদীতে ধান চাষ। ভ‚মিহীন কৃষকরা জানান, এক সময় শুখনো মৌসুমে এই সকল নদীতে ভরা পানি থাকত, কিন্তু বর্তমান কালে তা আর নেই। তাই নদীর চরে পরে থাকা খাস জমিতে আবাদ করে অনেকটাই অভাব মোচন করছেন উপজেলার ভ‚মিহীন চাষিরা। নদীর বুকে চাষ হওয়া এসব ধানে ভ‚মিহীন কৃষকদের কয়েক মাসের খাদ্যের যোগান হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-মামুন অর রশিদ জানান, চলতি বোরো মৌসুমে করতোয়াসহ বিভিন্ন নদ-নদীতে ভ‚মিহীন চাষিরা বোরো আবাদ করে সংসারে খাদ্য যোগান দিচ্ছেন। অন্য দিকে জেলার খাদ্য ভাÐারে উৎপাদনের কিছুটা যোগ করছেন। এবার প্রায় ৫০ হেক্টর জমিতে বোরো চাষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।