Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বোদায় প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ভুট্টাবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ উন্নত জাতের ভট্টাবীজ ও সার বিতরণ করা হয়। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ভুট্টাবীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ। এ সময় প্রতি কৃষকদের মাঝে ১ কেজি ভুট্রা বীজ ও ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ