Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোদায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় দুইটি ওষুধ, দুইটি গোলামাল ও একটি রড সিমেন্টের দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: মশিউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ছলিমুল বারী উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার আইন অমান্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্যদ্রব্য ও পণ্য রাখার দায়ে এ জরিমানা প্রদান করা হয়। এ সময় বোদা বাজারের নাহার ফার্মেসিকে ৩ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার টাকা ও ময়দানদীঘি বাজারের দুইটি গোলামালের দোকানকে ১০ হাজার টাকা, একটি সিমেন্ট দোকানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন/১৯৫৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ