Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় সেলাই মেশিন বিতরণ

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি সমাজ কল্যাণ ফেডারেশনের ৬ মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও বিনামূল্যে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান গত রবিবার বিকেলে ফেডারেশ চত্বরে অনুষ্ঠিত হয়। ঝলইশালশিরি সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ পর্যায়ের ব্যাচে ১২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ফেডারেশনের চেয়ারম্যান মো. ফাজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ খায়রুল আলম, নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, আরডিআরএস বাংলাদেশের পঞ্চগড় কর্মসূচি ব্যবস্থাপক হাসিনা পারভিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী লিহাজ উদ্দীন মানিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের কার্যকরী সদস্য মকলেছুর রহমান, প্রশিক্ষক মেরানী আক্তার, প্রশিক্ষণার্থী, মমতা রানী, নেহার বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। আলোচনা শেষে সেলাই মেশিন বিতরণের পর ফেডারেশনের ২ জন সফল নারী মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা বিজয়ী হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদা

৭ ডিসেম্বর, ২০১৮
১৫ জানুয়ারি, ২০১৭
১৩ ডিসেম্বর, ২০১৬
৫ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ