গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর লবনচরা থানা পুলিশ গতকাল শনিবার তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে ২০১৫ ও ২০১৬ সালে দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
লবনচরা থানার সেকেন্ড অফিসার মো. সাইদুর রহমান বলেন, গতকাল শনিবার দুপুর ১টার দিকে কাউন্সিলর হেলাল বাড়িতে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ ও ১৬ সালে দু’টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। খুলনা সদর থানায় এ মামলা দু’টি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।