Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পের কাঁচামাল হিসেবে বিটলবণ আমদানির অনুমতি

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আমদানিসংক্রান্ত নীতি সংশোধন করে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ ও বিটলবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশ ২০১৫-১৮-এর ২৬(৫৮)-তে লবণ আমদানিসংক্রান্ত নীতি সংশোধন করা হয়েছে। আমদানি নীতিতে বলা হয়েছে, কোনোভাবেই সাধারণ লবণ (পরিশোধিত বা বোল্ডার) আমদানি করা যাবে না। তবে রাসায়নিক শিল্প ও ওষুধশিল্পের মৌলিক কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ আমদানি করা যাবে। এ ছাড়া স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কেবল কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য বিটলবণ আমদানি করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুমতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ