Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগে নিতে হবে অনুমতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এখন থেকে অন্য প্রযোজ্য খাতসহ রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা-রফতানি ভর্তুকি দেয়ার ক্ষেত্রে অনুমোদিত ও ব্যাংক নিয়োজিত অডিট ফার্মের অতিরিক্ত ফার্ম নিয়োগ করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব অথরাইজড ডিলার ব্যাংকে পাঠিয়েছে।
এতে বলা হয়, আগের বছরগুলোর মতো চলতি ২০২২-২৩ অর্থবছরেও নগদ সহায়তা/রফতানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দিয়ে অডিট করানো যাবে। তবে নিরীক্ষা দ্রুত শেষ করার লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগে নিতে হবে অনুমতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ