মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক ঠিকাদার স্নোডেন বিচার এড়াতে গত সাত বছর ধরে রাশিয়াতে নির্বাসিত জীবন যাপন করে আসছেন। বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এ যুক্তরাষ্ট্রের নজরদারি চালানো সংক্রান্ত শত শত গোপন নথি ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন সরকার। ২০১৩ সালে পালিয়ে রাশিয়ায় চলে যান তিনি। রুশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। বৃহস্পতিবার স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা দেশটির তাস বার্তা সংস্থাকে বলেন, ‘আজ স্নোডেনকে রাশিয়ায় সীমাহীন মেয়াদ পর্যন্ত রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।‘ কুচেরেনা বলেন, গত এপ্রিলে স্নোডেন এই আবেদন জমা দেন। তবে করোনাভাইরাসের মহামারি এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তা বিবেচনায় বেশি সময় নিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ। ওই আইনজীবী জানান, ২০১৯ সালে রাশিয়ার অভিবাসন আইনে পরিবর্তন আনার কারণে স্নোডেন স্থায়ী বসবাসের অনুমতি পেলেন। তবে এই মুহ‚র্তে তিনি রুশ নাগরিকত্বের জন্য আবেদন করার কথা বিবেচনা করছেন না বলেও জানান তিনি। সূত্র : দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।