Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর কত নীচে নামবে বাংলাদেশ?

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গেল অক্টোবরে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে বাংলাদেশের ৩-১ গোলের হার লাল-সবুজ ফুটবলকে কোথায় নিয়ে গেছে, তা এতোদিন কল্পনাও করতে পারেননি দেশের ফুটবলপ্রেমীরা। এ হার বাংলাদেশ ফুটবলকে এনে দিলো র‌্যাঙ্কিংয়ে ইতিহাস সেরা লজ্জা! গতকাল নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তাতে বাংলাদেশের জায়গা হয়েছে ১৯০তম স্থানে। যা এযাবৎ কালে লাল-সবুজ ফুটবলের সর্বনি¤œ অবস্থান। এর আগে এমন বাজে অবস্থানে কখনোই ছিলো না বাংলাদেশ। গেল জুন-জুলাইয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৮৮তম স্থানে থাকলেও ১৮৫তম অবস্থানে থেকে গত বছরটা শেষ করেছিলো তারা। কিন্তু নতুন বছরের শুরুতে পাঁচ ধাপ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ফুটবলের যে অবনতি, তার ভয়াবহ চিত্রটা ফুটে উঠলো প্রকটভাবে।
ফিফার সদস্য দেশ ২০৫টি। র‌্যাঙ্কিংয়ে সবার শেষে রয়েছে টোঙ্গা। তাদের চেয়ে মাত্র ১৫ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। এটা লাল-সবুজ ফুটবলের জন্য একটা দুঃসংবাদই বটে। তবে একটা জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তারা সান্ত¦না খুঁজে নিতে পারেন। আর তা হলো, সাফ অঞ্চলে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। বেশী এগিয়েছে ভারত। লঙ্কানরা ১৯৬ এবং পাকিস্তানের জায়গা হয়েছে ১৯৭তম স্থানে। সবচেয়ে বেশী এগিয়েছে ভারত। তারা রয়েছে ১২৯তম স্থানে। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে দেশটি। সর্বশেষ ২০১৬ সালে ১৩৫তম স্থানে ছিলো ভারতীয়রা। ভুটান একধাপ এগিয়ে জায়গা পেয়েছে ১৭৬তম স্থানে। এশিয়ান অঞ্চলে সর্বশেষ ১৯৮তম স্থানে রয়েছে মঙ্গোলিয়া। নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। তৃতীয় জার্মানি এবং চতুর্থস্থানে আছে চিলি। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আগের অষ্টমস্থান ধরে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ