Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তি পাচ্ছে ফিরোজ শাহী অভিনীত প্রথম সিনেমা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ত্রিভুজ প্রেমের দ্ব›দ্ব নিয়ে রোমান্টিক সিনেমা ‘যে গল্পে ভালবাসা নেই’। সিনেমাটি পরিচালনা করেছেন রয়েল খান। এতে অভিনয় করেছেন ফিরোজ শাহী, অমিত হাসান, তানহা মৌমাছি, ইশারা, শাহীন খান, প্রয়াত দিতি। এটি প্রয়াত দিতির অভিনীত শেষ সিনেমা। চিত্রনায়ক ফিরোজ খান জানান, এটি আমার অভিনীত প্রথম সিনেমা। একটি দ্ব›দ্বমুখর প্রেম কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। চেষ্টা করেছি চরিত্র অনুযায়ী নিজেকে তুলে ধরতে। আমি আশাবাদী সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না। কারণ এতে একটি ভালো গল্প রয়েছে। প্রেমের কারণে মানুষ যে নিজের জীবন বাজি ধরতে পারে, তা এ সিনেমায় চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এর সাথে রয়েছে মেলোডিয়াস কিছু গান। গানগুলো দেখে দর্শক আনন্দিত হবেন। একেবারে ভিন্নভাবে গানগুলো উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে সিনেমাটি দর্শকদের হলে আনতে সক্ষম হবে। আর এটি প্রয়াত দিতি আপার শেষ সিনেমা। আমার সৌভাগ্য হয়েছে তার সাথে অভিনয় করার। সিনেমাটি তাকে উৎসর্গ করা হয়েছে। আমার বিশ্বাস, যে গল্পে ভালবাসা নেই সিনেমায় দর্শক যেমন বিনোদন পাবেন, তেমনি গল্পের সাথে নিজেদের মিল খুঁজে পাবেন। সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিমস আনলিমিটেড ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ