পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গঠনমূলক সমালোচনা করার জন্য আইনজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বইমেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচন সভায় এ আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের মিলনায়তনে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছি, আমি খুবই প্রত্যাশা করি, বিজ্ঞ আইনজীবীরা আমাদের ঘোষিত রায় নিয়ে গঠনমূলক লেখা লিখেন।
বিচারপতিদের রায়ে অনেক ত্রুটি আছে উল্লেখ করে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমি নিজেই আমার জাজমেন্টে ত্রুটি পাই। যেমন বছর দুই আগে যে রায় লিখেছি, এখন দেখে বলি এটা কী লিখলাম? আমি পেলাম না যে, একজন বিজ্ঞ আইনজীবী আমার রায়ে এই ত্রুটি আছে, এই আছে, সেই আছে। আমরা তো গণতন্ত্রকে হত্যা করার জন্য একটা রায় দিয়েছি, অনেকে বলছে, কিন্তু কেন আপনারা লিখেন নাÑ আমরা কোন জায়গায় ভুল করলাম? তিনি বলেন, ‘কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। আমি ওয়েলকাম করব এবং আপনারা যদি সে সমালোচনা করেন তাহলে আমরা সংশোধিত হবো। আমাদের কোন জায়গায়, কোন ত্রুটি আছে সেটা বুঝতে পারব। তিনি আরো বলেন, আমার সমস্ত বাড়িটাই একটা লাইব্রেরি। নিচতলা থেকে ওপর তলা, সবখানে আমি বই রেখে দিয়েছি। বিছানায় ঘুমানোর সময় একটা লাইন মনে হলো, এটা পড়লাম।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহিমা নাসরীন মুন্নি, তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ রমজান আলী শিকদার, সহ-সম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন, শেখ সিরাজুল ইসলাম, সদস্য নাসরীন সিদ্দিকা লিনা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আলোচনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয়বারের মতো সপ্তাহব্যাপী বইমেলা-২০১৭ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিও উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।