Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে এবং নাটকে নিয়মিত হতে চান সুজাতা

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিশিষ্ট অভিনেত্রী সুজাতার এখন অবসর সময় কাটান। একমাত্র ছেলে ফয়সাল আজিমের দুই ছেলে অর্থাৎ সুজাতার দুই নাতি ফারদিন আজিম ও আবিয়াদ আজিমের সঙ্গেই সময় কাটে। চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে তার তেমন ব্যস্ততা নেই। তবে তিনি চলচ্চিত্রে এবং নাটকে অভিনয় করতে চান। অভিনয়ে নিয়মিত হতে চান। যে কারণে চলচ্চিত্রের এবং নাটকের নির্মাতাদের কাছে অনুরোধ করেছেন যদি তাকে নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই যেন তার চরিত্রানুযায়ী কাজ করার সুযোগ দেয়া হয়। সুজাতা বলেন, ‘একটা সময় প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিলো। কিন্তু এখন সেই বয়সও নেই, সময়ও নেই। কিন্তু কাজ করার প্রবল ইচ্ছে আছে। শারীরিকভাবেও সুস্থ আমি। কাজে নিয়মিত হতে চাই। আশাকরি চলচ্চিত্র ও নাটকের নির্মাতারা আমার অবসরকে ছুটি দিয়ে আমাকে কাজে নিবেন।’ উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। এতে বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামক এক কিশোরী। পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শক হৃদয়ে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা এই সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন এই মাধ্যম থেকে। তবে প্রাণের টানে ফিরেও এসেছেন অভিনয়ে। নায়িকা হিসেবে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি। ১৯৭৭ সালে তিনি নায়িকা হিসেবে সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। বাংলাভিশনে প্রচারিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘রঙ্গের দুনিয়া’ ধারাবাহিক সুজাতা অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। এরপর তিনি একই পরিচালকের ‘বয়রা পরিবার’, ‘লাল পাহাড়’, ‘সাক্ষী দুর্বল’ ধারাবাহিকে অভিনয় করেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘চাপাবাজ’ তার বর্তমানের প্রচার চলতি একমাত্র ধারাবাহিক নাটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ