Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৬.২ শতাংশ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : শিল্পখাতে বিনিয়োগের স্থবিরতার কারণে ব্যক্তিখাতে ঋণ বিতরণের দিকে ঝুঁকছে বাণিজ্যক ব্যাংকগুলো। আর ব্যক্তিখাতে ঋণ বিতরণ বাড়ায় দেশে বেড়েছে ক্রেডিট কার্ড ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে গত সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের তুলনায় দেশে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬৫২ দশমিক ৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা এর মাসের চেয়ে ৩৮ দশমিক ৩ কোটি টাকা বা ৬ দশমিক ২ শতাংশ বেশি। আলোচ্য সময়ে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর এটিএমের মাধ্যমে ৫ দশমিক ৪ শতাংশ, বিদেশি ব্যাংকগুলোতে ৫ দশমিক ৯ শতাংশ লেনদেন বৃদ্ধি পেয়েছে। তবে সেপ্টম্বরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন ৪ কোটি বা ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। এছাড়া পয়েন্ট অন সেলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ৪০ কোটি বা ৯ দশমিক ৯ শতাংশ। আর বৈদেশিক ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন ২ দশমিক ৩ কোটি বা ২ দশমিক ৪ শতাংশ বেড়েছ। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, দেশ এখন অর্থনৈতিক ভাবে ভালো। ফলে এক ধরনের ভোক্তা শ্রেনী হয়েছে। মূলত এরা ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করছে। আর শিল্পখাতে ঋণের মুনাফার তুলনায় ভোক্তা পর্যায়ে মুনাফা বেশি। তাই স্বভাবতই ব্যাংকারা সেদিক ঝুঁকছে। এছাড়া ইএফটির মাধ্যমে সেপ্টম্বরে ৬ হাজার ৯৫২ কোটি টাকা লেনদেন হয়েছে। যা এর আগের মাসের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেপ্টেম্বর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ