Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বিদেশী মুদ্রা বিনিময়ের সময়সীমা বৃদ্ধি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বিদেশী নাগরিকদের জন্য মুদ্রা বিনিময়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রুপি গ্রহণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানায়। খবর পিটিআই। গত ৮ নভেম্বর নোট প্রত্যাহারের পর থেকে ভারতে তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে ভারতীয় নাগরিকদের মতো প্রবাসীদেরও নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সরবরাহ করছে ভারত সরকার। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিয়ম অনুযায়ী, একজন বিদেশী নাগরিক প্রতি সপ্তাহে বিদেশী মুদ্রা বদলে সর্বোচ্চ ৫ হাজার রুপি নিতে পারবেন।প্রথম পর্যায়ে বিদেশী নাগরিকদের ১৫ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ প্রদান করা হলেও তারল্য সংকট বলবত্ থাকায় এ সময়সীমা বাড়িয়েছে আরবিআই। তবে ‘বিগত সপ্তাহে আরবিআইয়ের দেয়া সুযোগ গ্রহণ করতে পারেননি’ এ মর্মে হলফনামা প্রদানের পরই বর্ধিত সময়ে মুদ্রা বিনিময়ের সুযোগ পাবেন বিদেশীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ