Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের অস্বীকার নান্দাইলে অভিযানে আটক আসামির হাতকড়াসহ পলায়ন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল পৌরসদরে চারিআনাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় গোপন সূত্রে খবরের মাধ্যমে নান্দাইল মডেল থানা পুলিশের একটি দল ইয়াবা ব্যবসায়ী সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ আবু বক্কর সিদ্দিকের ছেলে সাহাব উদ্দিন (৩২) কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মহিলাসহ অন্যান্য লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় পুলিশ আহত হয়ে থানায় খবর দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এর এক ফাঁকে সাহাব উদ্দিন হাতকড়া নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে সাহাব উদ্দিনের পিতা আবু বক্কর সিদ্দিক, সাহাব উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার আখি ও অপর ইয়াবা ব্যবসায়ী আবু ইউসুুফ কে গ্রেফতার করে। আহতরা হল এসআই আমিমুজ্জামান, কং রুহুল আমিন,কং মঞ্জুরুল হক, কং সুজন মিয়া। গ্রেফতারকৃত আঁখির স্বীকারোক্তিতে পুলিশ তাৎক্ষনিক পুনরায় সাহাব উদ্দিনের ঘরে তল্লাশী চালিয়ে গোপন জায়গা থেকে বিপুল পরিমান ইয়াবা সহ মদের বোতল উদ্ধার করে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। তবে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খলিলুর রহমান হাতকড়া নিয়ে পালিয়ে যাবার কথা এবং ইয়াবা উদ্ধারের কথা অস্বীকার করেন। সরেজমিনে দেখা যায় ঘটনাস্থলে থাকা সাহাব উদ্দিনের তিন বোন নাজমা (৩৫),আসমা (২৫), শিরিনা (২০) পুলিশের অভিযান কালে পুলিশের লাঠির আঘাতে মারাতœক আহত হয়। নাজমা জানায়, পুলিশ অভিযান কালে ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ