Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

ময়মনসিংহ ব‍্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৪:৪৯ পিএম | আপডেট : ৪:৫০ পিএম, ১৬ অক্টোবর, ২০২২

ময়মনসিংহে আওয়ামীলীগ-বিএনপি ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়ায় পুলিশের তিন সদস্য ও আওয়ামীলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপির অন্তত ৪০০ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ো মামলা করেছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়।

রবিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) শাহ কামাল আকন্দ এই তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসুচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

এ সময় বিএনপির সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের এক উপপরিদর্শক ও এক আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ