গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
১০ ডিসেম্বর সামনে রেখে রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বাইরে থেকে ঢাকায় ঢোকা ছোট বড় সব ধরনের যানবাহনে তল্লাশি করা হচ্ছে। গতকাল শুক্রবার ঢাকার সবক’টি প্রবেশ পথে পুলিশের তল্লাশি ও জেরার মুখে পড়তে হচ্ছে সাধারন মানুষকে।
জানা যায়, রাজধানীর অন্যতম প্রবেশ সাভারের আমিনবাজার, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধউর, কদমতলী ব্রিজ, পোস্তগোলা ব্রিজ ও বিরুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসব চেকপোস্টে শুধু ঢাকায় প্রবেশ করা গাড়ি তল্লাশি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসানো হয়ে উল্লেখ করে সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল হক বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করব। যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে গুরুত্ব দেয়পা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।