Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা পর নৌ চলাচল শুরু

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নৌ চলাচল শুরু হয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। গতকাল সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে লোড করে রাখা ফেরিও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়াও মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙ্গর করে রাখা ছিল কুয়াশা কেটে গেলে ফেরিগুলো নিজ নিজ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে জানা গেছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ফলে ঢাকা-খুলনা মহাসড়কের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বাইপাস সড়ক পর্যন্ত রাস্তার ২ সারিতে পণ্যবাহী ট্রাক, ছোট গাড়ি ও নৈশকোচসহ প্রায় ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক হয়েছে। নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ঘাট এলাকায়। বিআইডবিøউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে পদ্মার দিক-নির্দেশনা বাতি অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করে বলে বিআইডবিøউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়। বিআইডবিøউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ‘কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় ফেরির চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। এছাড়াও ফেরির সাথে সাথে গতকাল সকাল থেকে স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপার বন্ধ রাখে কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ