বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বায়তুশ শরফের পীর শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, হযরত মুহাম্মদ (সা:) হচ্ছেন বিশ্বমানবতার মহান শিক্ষক ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তায়ালা তারই মাধ্যমে উত্তম গুণাবলীর পূর্ণতাসাধন করে মানবজাতিকে শিক্ষাদীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের সুস্পষ্ট আলোকবর্তিকা মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে হিদায়াতের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি ছিলেন সকল সৃষ্টিক‚লের জন্য রহমত ও করুনার অশেষধারা। পীর সাহেব পথহারা মানুষদেরকে জীবনের সকল ক্ষেত্রে মহানবীর (সা:) আদর্শ মেনে চলার জন্য উদাত্ত আহŸান জানান।
গতকাল সন্ধ্যায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ যুবসংঘ পশ্চিম মাদারবাড়ীর উদ্যোগে লোহার মার্কেট চত্বরে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই আহŸান জানান।
মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মামুনুর রশীদ বলেন, মানব সৃষ্টির ইতিহাস যত পুরাতন, বাতিল ও সত্য-মিথ্যার দ্ব›দ্ব সংঘাতও তত পুরাতন। সকল নবী রাসূলদের দাওয়াতি মিশনের চিরন্তন চিত্রই হচ্ছে বাতিলের বিরুদ্ধে অবস্থান। অন্যায়ের প্রতিরোধ এবং স্বার্থপর তাগুতি রাজশক্তিকে হটিয়ে আল্লাহর বিধান চালু করা। মাহফিলে মাওলানা কাজী শিহাব উদ্দিনসহ আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।