বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় চার ডাকাত আটক হয়েছে। এ সময় দুইটি গরুও গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটার মজলিসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। আহতরা হলো- সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদা-মান্ডা এলকার রফিকুল ইসলামের শাওন (২৮)। গুরুতর আহতর নাম ঠিকানা পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। আহতদের গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো. মহিউল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলা এলাকার একটি খামার থেকে ডাকাতি করে ট্রাকে কয়েকটি গরু তুলে বুধবার রাত সাড়ে ৩টার দিকে হোতাপাড়া এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে হোতাপাড়া ও দক্ষিণ সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামার সংকেত দেয়া হয়। সংকেত অমান্য করে তারা পালিয়ে যেতে থাকলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তারা গাজীপুর সিটির চান্দনা-চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যেতে থাকে। একপর্যায়ে তারা গতিপথ পরিবর্তন করে ওই মহাসড়ক থেকে মজলিশপুর এলাকার যেতে থাকে এবং র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এসময় কয়েকজন ডাকাত মজলিশপুর স্কুল গেইটের কাছে ট্রাক ফেলে পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২জনকে এবং সকালে আশপাশ এলাকায় তল্লাশি করে এলাকাবাসীর সহায়তায় আরো গুলিবিদ্ধ আরো ২ জনকে আটক করা হয়। বন্দুকযুদ্ধের সময় একটি গরুও গুলিবিদ্ধ হয়। আটক একজনের কাছ থেকে একটি পিস্তল ও ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনটি গরুসহ ডাকাতদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।