নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসনি) অর্থায়নে দেড় মাস আবাসিক ক্যাম্পে অনুশীলন করেন তৃণমূল থেকে ওঠে আসা প্রতিভাবান কাবাডি খেলোয়াড়রা। এই ক্যাম্প শেষে তাদের হাতে তুলে দেয়া হয় সনদপত্র। গতকাল সকালে ঢাকা কাবাডি স্টেডিয়ামে ২০ জন বালক ও ২৩ জন বালিকা শিক্ষার্থীদের হাতে এই সনদ তুলে দেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। এ সময় ফেডারেশনের স্ধাারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও এআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক এবং এনএসসি পরিচালক (ক্রীড়া) দিল মোহাম্মদ উপস্থিত ছিলেন। আঞ্চলিক আট ভেন্যু থেকে পাঁচজন করে (৮০ জন) বালক ও বালিকাকে চূড়ান্ত পর্বে বাছাই করে চূড়ান্ত পর্বের দ্বিতীয় ধাপে ২০ জন বালক ও ২৩ জন বালিকাকে বাছাই করে ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।