Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণাধীন ভবনের বাঁশ পড়ে কলেজছাত্র রাকিব জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত নগরীর বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের ছাত্র আবিদুর রহমান রাকিব (১৮) এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউর ৪নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। ১ জানুয়ারি (রবিবার) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর লেইন এলাকায় জনৈক মহিউদ্দিনের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে মাথায় বড় আকারের একটি বাঁশ পড়ে গুরুতর আহত হয় রাকিব। তাকে প্রথমে চমেক হাসপাতালে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউতে স্থানান্তর করা হয়। রাকিবের বাবা আবুল বশর চন্দনাইশ উপজেলার জোয়ারা ফতেহনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই তার মামার ভাড়া বাসায় থেকে রাকিব লেখাপড়া করতো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, ওইদিন বেলা ১২টায় একটি নির্মাণাধীন ভবন সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রাকিব। এসময় পাশের ছয়তলা নির্মাণাধীন ভবনটি থেকে একটি বড় বাঁশ তার মাথার উপর পড়ে। এসময় তার মাথায় বেশ রক্তক্ষরণ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণাধীন

৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ