বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নের চরগলগলিয়া মৌজায় দ্বীন ফার্নিচার ও দ্বীন টিম্বার ইন্ডাষ্ট্রিজের নির্মাণাধীন একটি নতুন ভবনের নিচ দিয়ে ওয়াসার পাইপ নেওয়ায় ওই ভবনের বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিয়েছে।এতে ওই প্রতিষ্ঠানটি নির্মাণের অনিশ্চয়তাসহ কয়েক কোটি টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। দ্বীন ফার্নিচার ও দ্বীন টিম্বার ইন্ডাষ্ট্রিজের মালিক আলহাজ সামছুল হক জানান, চরগলগলিয়া মৌজায় তার প্রায় ২৬ একর জমির এক একর জায়গার উপর চারতলা বিশিষ্ট ভবনের ফাউন্ডেশন দিয়ে একটি নতুন ভবন নির্মানের কাজ শুরু করেছেন। নির্মাণাধীন অবস্থায় কিছুদিন পরে তিনি দেখতে পান যে ওই ভবনের কয়েকটি ভীম, পীলার ও গ্রেটভীমে ব্যাপক ফাঁটল ধরেছে। কোথাও কোথাও আবার গ্রেটভীম দেবে গেছে আবার কোথাও উচু হয়ে গেছে। এছাড়া ওই ভবনের মেঝের বিভিন্ন জায়গা দেবে গেছে আবার উচু হয়েছে। কি কারণে এই ঘটনাটি ঘটতে পারে তার সঠিক কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন যে তার ওই নির্মাণাধীন ভবনের প্রায় ২০ মিটার নিচ দিয়ে ওয়াশার পাইপ নেওয়া হয়েছে। এতে ভবনটি এখন নির্মাণ করা অনিশ্চিত হয়েছে পড়েছে। তিনি পরে এই ঘটনাটি ওয়াসা কতৃপক্ষকে অবহিত করলে গত ১৫মে ওয়াসার সিনিয়র কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও প্রকৌশলী মিহির বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওয়াসা কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে আরো জানান, তার জায়গা অধিগ্রহন না করেই এবং তাকে না জানিয়ে কিভাবে ওয়াশা তার জায়গার নিচ দিয়ে পাইপ নিলেন। এ ব্যাপারে ওয়াশার প্রকৌশলী মিহির বাবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার বলেন, এই জায়গা অধিগহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে চিঠি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।