Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের শুরুতেই মম’র বাজিমাত!

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন বছরের বিশেষ চমক হিসেবে সিএমভির ব্যনার থেকে প্রকাশ পেয়েছে ভিন্নস্বাদের একটি মিউজিক ভিডিও। ইউটিউবসহ বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত এই গানের নাম ‘বাকির ফসল’। জুয়েল মোর্শেদের সুর-সংগীতে তৈরি এই গানটি দিয়ে চমক দিলেন কণ্ঠশিল্পী মাহফুজা মম। তার গানটি ইউটিউবে প্রকাশের দুই দিনের মাথায় প্রায় ২ লাখবার দেখা হয়েছে। যা কোনও নতুন শিল্পীর ক্ষেত্রে রেকর্ড বলেই মনে করছেন গানটির সুরকার জুয়েল মোর্শেদ। তিনি বলেন, ‘বছরের শুরুতে একটি ভিডিও প্রকাশ করে মাত্র দুই দিনের মাথায় এমন সাড়া পাবো- কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। ধন্যবাদ মম এবং সিএমভি’কে, দু’পক্ষই আমার ওপর বিশ্বাস রেখেছেন বলে। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’ শাহান কবন্ধের কথায় এই গানটিতে মম ছাড়াও র‌্যাপ অংশে অসাধারণ কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রনজিৎ রায়। এতে মডেল হিসেবে দারুণ পারফর্ম করেছেন মম নিজেই। সঙ্গে আছেন র‌্যাপার রাফসান ও আরও তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব এবং মিজান। গানটি প্রসঙ্গে মম বলেন, ‘এই যে সাফল্য জুয়েল মোর্শেদ ভাইয়ার। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম স্বার্থক হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বছর

৫ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ