নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জেএডিসিও)। সংস্থাটির এই সিদ্ধান্তের নথি দেখার দাবি করে রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন সদস্যের স্বাধীন একটি প্যানেল ১৮ পৃষ্ঠার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার ক্যাম্পবেলকে নিষিদ্ধ করে। নমুনা দিতে অস্বীকৃতি বা ব্যর্থতার ধারায় অভিযোগ আনা হয়েছে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিরুদ্ধে। সংস্থাটির আইনের একটি ধারা অনুযায়ী, শাস্তির মেয়াদ পিছিয়ে এই বছরের ১০ মে থেকে করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৬ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। সবশেষ তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন গত জুনে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।